ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরের বয়স ১৮ ও কনে ১৬: বিয়ে বন্ধ করলো প্রশাসন 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরের বয়স ১৮ ও কনে ১৬: বিয়ে বন্ধ করলো প্রশাসন 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।সেইসঙ্গে বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এতথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান।

তিনি জানান, উপজেলার গরদাইর গ্রামের সগলু মিয়ার কন্যা সৌলরী এসটিডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. নদী আক্তার (১৬) ও মুর্শেদ মিয়ার পুত্র দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার (১৮) মধ্যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে তিনি দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন।

এ অনুষ্ঠানের আয়োজন করায় কনের পিতা সগলু মিয়া (৫০) ও বরের পিতা মুর্শেদ মিয়া (৪৮) উভয়কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ছেলে ও মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবেন না মর্মে তাদের কাছ থেকে অঙ্গীকারনামাও রাখা হয়। এ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এসআই এমরানের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল। বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান।

মামুন চৌধুরী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়