ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনায় রাজশাহীর শ্রমিক নেতা টুটুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় রাজশাহীর শ্রমিক নেতা টুটুলের মৃত্যু

ছাত্রমৈত্রীর সাবেক নেতা জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস জামিল টুটুল (৫৫) আর নেই। 

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

ফেরদৌস জামিল টুটুল ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীরও সদস্য ছিলেন। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দেবু জানান, করোনার উপসর্গ নিয়ে গত সোমবার (৩ আগস্ট) ফেরদৌস জামিল টুটুল ও তার স্ত্রী ঢাকার ওই হাসপাতালে ভর্তি হন। এরপর নমুনা পরীক্ষা হলে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় টুটুলকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তার মৃত‌্যু হয়।

ফেরদৌস জামিল টুটুলের বাড়ি রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তানজিমুল হক/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়