ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষাথীসহ পানিতে ডুবে ৩ জনের মৃত্যু 

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয় শিক্ষাথীসহ পানিতে ডুবে ৩ জনের মৃত্যু 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চেরেঙ্গাবাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুকুরে ডুবেও মারা গেছে এক শিশু। 

শুক্রবার (৭ আগস্ট) বিকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, তিনদিন আগে সিয়াম তার বন্ধুকে নিয়ে হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নানা জয়নাল আবেদীন দুদুর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় চেরেঙ্গা বাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামেন কয়েক বন্ধু। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও সিয়াম, সজিব, স্বর্ণা ও পৃথা পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বর্ণা এবং পৃথাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিকেলে সিয়াম ও সজিবের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

বগুড়া উপশহর এলাকার বাসিন্দা সিয়াম (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। সজিব হোসেন (২২) এর বাড়িও বগুড়া উপশহর এলাকায়।

এদিকে শুক্রবার দুপুরে গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পুকুরে ডুবে আবিদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সদর উপজেলার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুরে সহপাঠী শিশুদের সাথে উঠানে খেলছিল আবিদ। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে আবিদের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

দয়াল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়