ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনায় সিলেটের নারী কাউন্সিলরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় সিলেটের নারী কাউন্সিলরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর রোশনা বেগম।

সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে তিনি মারা যান।

হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদের পরদিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

দুই সন্তানের জননী রোশনার বাড়ি বিয়ানীবাজার পৌরসভার সোপাতলা গ্রামে। তিনি পৌরসভার প্যানেল মেয়র ৩ এর দায়িত্বেও ছিলেন বলেও জানান মেয়র।

৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে।

শুক্রবার রাত পর্যন্ত জেলায় আক্রান্ত ৪৫৭৭। আর মারা গেছেন ১১২ জন।

নোমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়