ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউপি সদস্যকে মারধর, সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইউপি সদস্যকে মারধর, সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সদরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সেলিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দে পূর্ব শত্রুতার জেরে দু’দলের সংঘর্ষে পুলিশসহ অনন্ত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

ওসি সেলিম উদ্দিন আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে থামাতে গিয়ে সদর মডেল থানার এক এসআই ও তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
 

রুবেল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়