ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জে কমছে নদীর পানি

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে কমছে নদীর পানি

মানিকগঞ্জে পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, গাজীখালি নদীর পানি কমতে শুরু করেছে। তবে জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে শিবালয় উপজেলার আরিচা যমুনা পয়েন্টের গেজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, আজ এ পয়েন্টে বিপৎসীমার ৯ দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি কমেছে। 

সদর উপজেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৫ সেন্টিমিটিার পানি কমেছে বলে জানিয়েছেন গেজ রিডার মো. বদর উদ্দিন।

সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লী পয়েন্টের গেজ রিডার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ পয়েন্টে পানি কমেছে ১১ সেন্টিমিটার। ধলেশ্বরী নদীর এ পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’
ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গেজ রিডার মো. রফিকুল ইসলাম জানান, এ পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি কমলেও তা বিপৎমীসার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বন্যার পূর্বাভাস সম্পর্কে জানান, পানি কমছে। আরও কমবে। আগস্টের শেষের দিকে কিছুটা পানি বাড়বে। তবে এতে আশঙ্কার কিছু নেই।

জাহিদুল হক/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়