ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাগেরহাটে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে অর্থ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগেরহাটে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে অর্থ বিতরণ

করোনা পরিস্থিতিতে উপার্জনহীন বাগেরহাটের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হলরুমে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফিরোজুল ইসলামসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাগেরহাটের ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

টুটুল/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়