ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার

খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে। 

কারাগারের জেলার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেল সুপার মো. ওমর ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনে আছেন।

সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাসিন্দা কয়েদি আবু বকর সিদ্দিকী রাজধানীর কাশিমপুর-২ কারাগার থেকে পালানোর বিষয়টি গণমাধ্যমে এসেছে। এরপর নিরাপত্তা জোরদার করা হয়।  

জেলার তারিকুল ইসলাম জানান, বর্তমানে কারাগারে ১ হাজার ২৩৭ জন বন্দি রয়েছেন। কারাগারের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২৪২ জন। এর মধ্যে অবশ্য অনেকে অসুস্থ এবং প্রেষণে আছেন। এরপরও কারাগারে পর্যাপ্ত জনবল রয়েছে। 

তিনি বলেন, কাশিমপুরের ঘটনার পরপরই কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীকে ব্রিফিং করা হয়েছে। নিরাপত্তা জোরদার আগেই ছিল। এখন শুধু মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। 

১৯১২ সালে ভৈরব নদীর তীর ঘেঁষে খুলনা জেলা কারাগার স্থাপিত হয়। কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ৬০৮ জন।
 

নূরুজ্জামান/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়