ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁদপুরে ১৬ হাজারের বেশি মানুষ পানিবন্দি

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁদপুরে ১৬ হাজারের বেশি মানুষ পানিবন্দি

চাঁদপুরে অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ১৬ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার উপজেলার ২১টি ইউনিয়নের ১৬ হাজার ৩০০ মানুষ পানিবন্দি রয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬৫ হাজার ২০০ মানুষ।

চলতি বছরের ১৫ জুলাই হতে ৭ আগস্ট পর্যন্ত বন্যায় সদর উপজেলার ৮টি ইউনিয়নের ১৩০০ লোক পানিবন্দি এবং ৫ হাজার ২০০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নে পানিবন্দি হয় ১৫ হাজার মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হাজার মানুষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, মতলব উপজেলার উত্তরের ৮টি ইউনিয়ন এবং দক্ষিণের ৩টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন জানান, ৪ লাখ মেট্রিক টন চাল, নগদ ৬ লাখ ৫৪ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ৪ লাখ ৬৪ হাজার টাকা, গো-খাদ্যের জন্য ১০ লাখ ১৪ হাজার টাকা এবং ৭ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বন্যায় হাইমচর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪১৫টি পরিবার। যারা অতিকষ্টে দিনাতিপাত করছে।

জয়/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়