ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১২ দিন পর শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১২ দিন পর শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট চালু

মুন্সীগঞ্জের শিমুলিয়ার ৩ নম্বর রো রো ফেরিঘাটটি ১২ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। 

সোমবার (১০আগস্ট) বেলা ১১ টায় ৩ নম্বর ফেরিঘাট থেকে এনায়েতপুরি নামক রো রো ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে এ ঘাটটির কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গত ২৮ জুলাই (মঙ্গলবার) শিমুলিয়া প্রান্তের ৩নং রো রো ফেরি ঘাটের এপ্রোচ সড়কসহ বেশ কিছু এলাকা পদ্মায় বিলীন হয়ে যায়।  এর পর থেকেই বন্ধ হয়ে যায় তিন নম্বর রো রো ঘাটটি।  প্রায় দুই সপ্তাহ পর আজ সোমবার ঘাটটি চালু করা হয়।  ঘাটে তিনটি রো রোসহ ছোট-মিডিয়াম মিলিয়ে ৮টি ফেরি রয়েছে। 

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, বর্তমানে শিমুলিয়ায় এক-দুই ও তিন নম্বর ফেরিঘাট দিয়ে তিনটি রো রো, তিনটি কে টাইপসহ ৮টি ফেরি চলাচল করছে।

তিনি জানান, ঘাটে তেমন যানবাহনের চাপ নেই।  মাত্র ৪৫টি পন্যবাহি ট্রাক রয়েছে, যা সিরিয়াল মোতাবেক পারাপার করা হচ্ছে।  তবে ঢাকাগামী যাত্রীদের কিছু ভিড় রয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে।  এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়