ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ১৪ টাকা

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলি বন্দরে পেঁয়াজের কেজি ১৪ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৪ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ঈদের আগে দেশি বাজারে চাহিদা তুলনায় বেশি পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। 

সোমবার (১০ আগস্ট) হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজের দাম পাইকারী বাজারে ছিলো ১৮ থেকে ২০ টাকা কেজি। আজ সোমবার ভাল মানের পেঁয়াজ আড়তে পাইকারী বিক্রি করছেন ১৬ টাকা। একটু খারাপ মানের পেঁয়াজ পাইকারী ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী লতিফ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা ১৫ থেকে ১৬ টাকা দরে পেঁয়াজ পাইকারি নিয়ে ১৮ টাকা দামে খুচরা বিক্রি করছি। পেঁয়াজের দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারাও বেশি করে পেঁয়াজ কিনছেন।’

পেঁয়াজ কিনতে আসা রবিউল হোসেনের সাথে কথা হয়। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিবছর কোরবানি ঈদে পেঁয়াজ বেশি দামে কিনতে হতো। এবার ঈদে পেঁয়াজের দাম বেশি দামে কিনতে হয়নি। আবার দেখছি ঈদের পর পেঁয়াজের দাম আরও কম।’

পেঁয়াজ আমদানিকারক বাবলু হোসেন রাইজিংবিডিকে জানান, ঈদে চাহিদা তুলোনায় বেশি পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমেছে। আমাদের কাছে কয়েকদিনের পেঁয়াজ জমে থাকায় তা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এগুলো কম দামেই বিক্রি করছি।’

মোসলেম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়