ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (১০ আগস্ট) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মন্টপ, এবং ভূমি দক্ষিণ এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফামের্সীকে ৫১ ধারায় ২৫ হাজার টাকা, মাসুদ ফার্মেসীকে ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমল পানীয় বিক্রয় করায় আব্দুল কাদির স্টোরকে ৫১ ধারায় ১০ হাজার টাকা, বাসি খাবার বিক্রয় করায় তোয়া হোটেলকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর আবুল কালাম আজাদ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।

এ সময় আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক এস.এম ফেরদৌস স্যারের নির্দেশে সিংগাইরের বিভিন্ন এলাকায় আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং স্বাস্থ‌্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সতর্ক করা হয়েছে।

চন্দন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়