ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ১

সাতক্ষীরায় নিঁখোজের ১০ দিন পর ইজিবাইক চালক মইনুল রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টায় সদর উপজেলার বাঁকাল এলাকার ঘের ব্যবসায়ী সবুরের ইট ভাটার সেফটি ট্রাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মইনুর রহমান (১৬) সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামের মো. সুরত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিশ্বজিৎ মন্ডল জানান, গত ৩১ জুলাই বিকালে বাড়ি থেকে মইনুল তার ইজিবাইক নিয়ে শহরে আসেন। সন্ধ‌্যা ৭টা পর্যন্ত ইজিবাইক চালানোর পরে তিনি নিখোঁজ হন। গত ১ আগস্ট মুইনুলের চাচা আফছার আলী সদর থানায় একটি নিখোঁজের জিডি করেন।

জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ হুমায়ন কবীরকে (৩৬) আটক করা হয়। আটকের পর জিঞ্জাসাবাদে হুমায়নের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে সাথে নিয়ে মইনুলের লাশ উদ্ধার করে। হুমায়ন সাতক্ষীরার আলীপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে মইনুলের ইজিবাইকটি হুমায়নের শ্বশুর বাড়ি শ্রীরামপুর থেকে উদ্ধার করা হয়।

শাহীন গোলদার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়