ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে। 

সোমবার (১০ আগস্ট) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, বোদা উপজেলায় ২ জন, দেবীগঞ্জ উপজেলায় ৬ জন ও আটোয়ারী উপজেলায় ৪ জন রয়েছেন ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের নমুনা গত ৮ আগস্ট সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে সোমবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

নাঈম/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়