ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শায়েস্তাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন বিতরণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শায়েস্তাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন বিতরণ শুরু

ছাত্রীদের মাসিকের সময় স্বাস্থ‌্যঝুঁকি, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি ও লেখাপড়ায় ব‌্যাঘাত রোধে শায়েস্তাগঞ্জের স্কুল-কলেজে স‌্যানেটারি ন‌্যাপকিন বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

ইউএনও সুমী আক্তার বলেন, বর্তমান সরকার শিক্ষার মানকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ‘স্যানেটারি ন্যাপকিন’ বিতরণে শিক্ষার্থীরা সুফল ভোগ করবে।

উপজেলা অফিসের সিও হিমাংশু চন্দ্র ঘোষ বলেন, বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ, মডেল কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, প্রাণ আরএফএল পাবলিক স্কুল, ইসলামী একাডেমি অ‌্যান্ড হাইস্কুল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ‘স্যানেটারি ন্যাপকিন’ বিতরণ করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, ‘এসব বিতরণের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা সুশিক্ষা গ্রহণ করে এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদক্ষেপে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন,নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ‘স্যানেটারি ন্যাপকিন’ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। এতে নারী শিক্ষার্থীদের উপকার হবে, তারা হবে  বিদ্যালয়মুখী।

প্রসঙ্গত, বিদ্যালয়ে নারী শিক্ষার্থীর জন্য আলাদা টয়লেট থাকলেও সেখানে মাসিক ব্যবস্থাপনা বলতে কিছু নেই। তাই মাসিকের কারণে ৪০ শতাংশ ছাত্রী মাসে গড়ে তিন দিন স্কুলে অনুপস্থিত থাকে। এদের কেউ কেউ শতকরা ৮০ ভাগ উপস্থিতি না থাকায় লেখাপড়ায় পিছিয়ে পড়তে হচ্ছে। অনেক সময় মাসিককালে আর্থিক অবস্থার কারণে স্যানেটারি ন্যাপকিন বা প্যাডের পরিবর্তে ময়লা কাপড় ব্যবহারের ফলে নারী শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। 
বিষয়টি বিব্নো নিয়ে শায়েস্তাগঞ্জের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার নারী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করার কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। 

হবিগঞ্জ/সাজেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়