ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় আতশবাজিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় আতশবাজিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ছয় লাখ টাকা মূল্যের ১১ হাজার ৭০০ প্যাকেট আতশবাজিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটক দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে সাগর মিয়া (৩০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালপুর গ্রামের গোপালনগর গ্রামের মানিক সরকারের ছেলে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাতিয়ারা গ্রামের ভাড়াটিয়া শাকিল সরকার (২০)। 

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও উপ-পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পৌর এলাকার গোকর্ণঘাট বাজারে অভিযান চালিয়ে সাগর মিয়া ও শাকিল সরকারকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১১ হাজার ৭০০ প্যাকেট বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আতশবাজির দাম আনুমানিক পাঁচ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মাইনুদ্দীন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়