ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইলিশে ভরপুর লক্ষ্মীপুরের বাজার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইলিশে ভরপুর লক্ষ্মীপুরের বাজার

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে লক্ষ্মীপুরের মেঘনায়। বাজারগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ। দামও কমেছে। তাই ক্রেতা-বিক্রেতার হাঁকাহাঁকিতে সরগরম হয়ে উঠেছে মাছ বাজার।

কম দামে বিক্রি করেও জেলেরা খুশি। কারণ, দীর্ঘদিন পর প্রচুর ইলিশ ধরা পড়েছে তাদের জালে। তবে ছোটো ইলিশের চেয়ে বড় ইলিশের প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি। 

লক্ষ্মীপুর, রায়পুর, মীরগঞ্জ, তোরাবগঞ্জসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঝুড়িতে ইলিশ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিভিন্ন আকারের ইলিশে ভরপুর বাজারগুলো। ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে ক্রেতাদের ডাকছেন। দাম কম হওয়ায় ঘুরে ঘুরে ইলিশ কিনছেন ক্রেতারাও। 

ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা, মাঝারি ইলিশ ৫০০-৭০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বাজারভেদে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১২০০ টাকা করে। 

দিন যত যাচ্ছে ইলিশের সরবরাহ তত বাড়ছে। কমছে দামও। ব্যবসায়ীরা বলছেন, এখন ইলিশের মৌসুম। এজন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এজন্য বাজারগুলো ভরপুর ইলিশে। তাই দামও কম। কিছুদিন পর ইলিশের সরবরাহ আরও বাড়বে।

মাছ ব‌্যবসায়ী তারাপদ বলেন, ‘সারা বছর ইলিশ পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার দামও থাকে বেশি। এখন দাম কম হওয়ায় সকল শ্রেণির মানুষ চাহিদা অনুযায়ী ইলিশ কিনছেন। তাছাড়া বাজারে অন্য মাছের দামও এখন বেশ চড়া।’

রায়পুরের মীরগঞ্জ এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, ‘বাজারে ইলিশে সয়লাব। দামও কম। মাছগুলোও টাটকা মনে হয়েছে। তাই একটু বেশি কিনেছি। ফ্রিজ ও লবণ দিয়ে সংরক্ষণ করে রাখব। যা বছরের অন্য সময়ে খাওয়া যাবে।’

রিক্সা চালক সুমন বলেন, ‘বছরের অন্য সময় দাম বেশি থাকে। এখন দাম কম, তাই ৫৫০ টাকা দিয়ে এক কেজি ইলিশ কিনেছেন। এরমধ্যে একটি ডিমওয়ালা।’ 

লক্ষ্মীপুরের মেঘনায় এখন ইলিশ ধরার ধুম। দিন-রাত মাছ ধরেই ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় বেজায় খুশি তারা। এছাড়া সরবরাহ বেশি হওয়ায়, নির্দিষ্ট বাজার ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি হচ্ছে ইলিশ।

ফরহাদ হোসেন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়