ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন মুন্না 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন মুন্না 

ছিনতাইকারীদের নির্যাতনে মারাত্মক আহ্ত হয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন মুনির হোসেন মুন্না (৪২)। বুধবার (১২ আগস্ট) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত শনিবার (৮ আগস্ট) ছিনতাইকারীদের হাতে জখম হন মুন্না। তিনি যশোরের সদর উপজেলার ইছালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, মুন্না ইছালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। করোনার মধ্যে ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছিল না তার। যে কারণে সংসার চালাতে নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। শনিবার (৮ আগস্ট) রাতে তিনি বাঘারপাড়ায় যাত্রী পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে যশোর-নড়াইল সড়কের দাইতলায় ছিনতাইকারীর কবলে পড়েন। 

গাছের সঙ্গে তার বেঁধে ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটরসাইকেলটি নিয়ে যায়। তাকে বেঁধে রেখে যায় হামকুড়াব্রিজের পাশে গাছের সঙ্গে। ছিনতাইকারীরা মুন্নার গলায় তার পেঁচিয়ে আহত করে। পরের দিন সকালে এলাকাবাসি তাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য দুই দিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের মর্গে মুন্নার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।  

রিটন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়