ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো 

গোপালগঞ্জে নতুন করে আরো ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০০৯ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১৪ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন, ও মুকসুদপুর উপজেলায় ৪ জন। 

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৪৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৮৮ জন। মারা গেছেন ২৯ জন। ১ জন করোনা রোগী আত্মহত্যা করেছেন। 

জেলায় আক্রান্ত ২০০৯ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৭১৮ জন, কাশিয়ানী উপজেলায় ৩৪৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৩৩৭ জন, মুকসুদপুর উপজেলায় ৩১৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৯৩ জন।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়