ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মানিকগঞ্জ  সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গত সপ্তাহ থেকে এ নদীর পানি  কমতে শুরু করলেও গত তিনদিন ধরে স্থিতিশীল রয়েছে।

ফলে নদীর তীব্র স্রোত এখনো না কমায় ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে উজানের দিকে তিন কিলোমটিার ঘুরে নৌরুট পারি দিতে হচ্ছে। এতে ফেরির প্রতি ট্রিপে ৩৫ থেকে ৪০ মিনিট সময় বেশি লাগছে। এ নৌরুটে পারাপার হতে আসা যানবাহন শ্রমিক এবং সাধারন যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, দুটি বাস টার্মিনালে দুইশোর মতো ট্রাক পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে বাসের তেমন কোন চাপ নেই। এ নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে।

এদিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্রোত থাকায় যানবাহনগুলোকে পাটুরিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষা থাকতে হচ্ছে। তবে মহাসড়কে কোন যযানবাহনের চাপ নেই।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়