ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীতে আরও ২৪ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে আরও ২৪ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৫৫ জনে।

শুক্রবার (১৪ আগস্ট) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ১০ জন, শিবপুরে ৩ জন, রায়পুরায় একজন, বেলাবতে একজন, মনোহরদীতে ২ জন ও পলাশ উপজেলা এলাকায় ৭ জন।

এ পর্যন্ত নরসিংদী জেলায় স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৫ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ৯ হাজার ৫১৮টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ৮৫৫ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১১১৪, পলাশে ১৬৩ জন, শিবপুরে ১৮৯ জন, রায়পুরাতে ১৩৯ জন, মনোহরদীতে ১২৯ জন ও বেলাবো উপজেলায় এলাকায় ১২১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২৪৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৫ জন।
আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। তাদের মধ্যে সদর উপজেলার ৯৫৪ জন, শিবপুর উপজেলার ১৬২ জন, পলাশ উপজেলার ১৪০ জন, মনোহরদী উপজেলার ৯০ জন, বেলাব উপজেলার ৯৭ জন ও রায়পুরা উপজেলার ১২২ জন রয়েছেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৯ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৩ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৫ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন।

মাহমুদ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়