ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

`বিজিবি ভ্যান গাড়ি দিছে, এখন সংসার চালাতে কষ্ট হোবে না’

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
`বিজিবি ভ্যান গাড়ি দিছে, এখন সংসার চালাতে কষ্ট হোবে না’

হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামের রোস্তম আলিকে ‌ভ‌্যান গাড়ি দিয়েছে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামের রোস্তম আলি এবং জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের আটাপাড়ার জহুরুল ইসলাম নামের দুই দরিদ্র ব‌্যক্তিকে ভ্যান গাড়ি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হিলি সীমান্তের মংলা ক্যাম্প ও পাঁচবিবি সীমান্তের আটাপাড়া ক্যাম্পে তাদেরকে দুটি ভ্যান গাড়ি দেয় জয়পুরহাট ২০ বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন—জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল ফেরদৌস রহমান টিটো, ক্যাম্পের সুবেদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছানোয়ার হোসেন।

রোস্তম আলি রাইজিংবিডিকে বলেন, ‘মোর দুই ছেলে, দুই মেয়ে। সংসারে অভাব লেগেই আছে। ভাড়ায় ভ্যান চালাই। এতে করে ছোলপোল (সন্তান) নিয়ে সংসার চলে না। বিজিবির স্যার মোক ভ্যান গাড়ি দিছে। এখন ভ্যান চালে সংসার চালাতে আর কষ্ট হোবে না।’

২০ বিজিবির অধিনায়ক ফেরদৌস রহমান টিটো রাইজিংবিডিকে বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা সীমান্তের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছি। করোনাকালে সীমান্তের অনেক মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছি। এখন অসহায় ও কর্মহীন মানুষকে ভ্যান দিলাম। কয়েক দিন আগে কয়েকজন কর্মহীন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

মোসলেম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়