ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন একে খান ইস্পাহানি রেল গেট এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডে দুজনের মৃত‌্যু হয়েছে। আহত হয়েছেন ২০-২৫ জন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ফরিদ আহাম্মদ জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে প্রায় অর্ধশতাধিক বস্তিঘর পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রেজাউল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়