ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এলাকায় শিক্ষক’ সঞ্জিত চক্রবর্তী আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘এলাকায় শিক্ষক’ সঞ্জিত চক্রবর্তী আর নেই

শিশুদের পড়াচ্ছেন সঞ্জিত চক্রবর্তী

হবিগঞ্জের সদর উপজেলায় ‘এলাকার শিক্ষক’ হিসেবে পরিচিত সঞ্জিত চক্রবর্তী (৭০) মারা গেছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারে ছোট মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার মামাতো ভাই সমীরণ চক্রবর্তী শংকু। 

অসুস্থ হওয়ার আগ-পর্যন্ত নিজে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তিনি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। তিনি হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা। তাকে সকলে ‘এলাকায় শিক্ষক’ হিসেবে চেনে। 

সমীরণ চক্রবর্তী শংকু জানান, সঞ্জিত চক্রবর্তী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছোট মেয়ের বাড়ি মৌলভীবাজারে অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা সুধীর চক্রবর্তীর ছেলে সঞ্জিত চোখের আলো নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু রোগে আক্রান্ত হয়ে কিশোর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় দৃষ্টিশক্তি হারিয়ে তিনি এসএসসি পরীক্ষা দিতে পারেনি।   

দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তিনি গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়া তদারকি করতেন। সকালে-বিকেল বই-খাতা নিয়ে শিশুরা তার বাড়ির উঠানে মাদুরে পেতে বসতো তার কাছে পড়তে। বিনা পারিশ্রমিকে নিরলসভাবে শিশুদের পড়াশুনা তদারকি করতেন সঞ্জিত চক্রবর্তী।  

মামুন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়