ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে স্বাধীনতা দিবস: হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে স্বাধীনতা দিবস: হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ভারতে ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বাংলাদেশর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন‌্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও এর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নেতৃত্ব দেন।

এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার হেলাল উদ্দিনসহ চেকপোষ্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস রহমান টিটো রাইজিংবিডিকে জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার বিজিবির-বিএসএফ এর মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সীমান্তে সৌহার্দ‌্য-সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।

এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুটি বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি জানিয়েছেন। 

মোসলেম/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়