ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলিতে পাট শুকাতে ব‌্যস্ত কৃষক: ফলনের মতো ভাল দামের আশায় 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলিতে পাট শুকাতে ব‌্যস্ত কৃষক: ফলনের মতো ভাল দামের আশায় 

দিনাজপুরের হিলিতে পাট কেটে ডোবা, নালা, খাল-বিলে জাঁগ দেওয়ার পর এখন ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ফলন ভাল হওয়ায় যেমন খুশী চাষিরা, তেমনি ভাল দাম পাওয়ার স্বপ্নও দেখছেন তারা।

হিলি মুনশাপুর গ্রামের পাটচাষী আনিছুর রহমান বলেন, ‘এইবার আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। পাটের ভাল ফলন হয়েছে। ১৮ দিন আগে পাট জাঁগ দিয়ে আজ থেকে ধোয়ার কাজ শুরু করেছি। পাটের বাজার এবার ভাল আছে, প্রতি মণ ২০০০ থেকে ২১০০ টাকা। আমার দুই বিঘা জমিতে পাট চাষে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়ছে। আশা করছি প্রতি বিঘায় ৮ থেকে ৯ মণ পাট পাবো। পাট শুকিয়ে তা বাজারজাত করবো। তা থেকে সংসারের অনেকটাই অভাব দূর হবে।’

একজন পাট কাটা আর ধোয়ার শ্রমিক মজিবর বলেন, ‘আমরা দুই বেলা খেয়ে ২০ আটিঁ কাটা ৪০০ টাকা এবং ২০ আঁটি ধোওয়া ৪০০ টাকা করে নেই। দুর্গন্ধযুক্ত পানিতে নেমে পাট ধুতে হয়। আবার অনেক পোকামাকড়ও থাকে, সব মিলে সংসারে চাহিদা মিটাতে কাজ করতে হয়।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন বলেন, ‘এইবার পাটের চলতি মৌসুমে উপজেলায় মোট ২২ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকরা। পাটের ফলন ভাল হয়েছে এবং বাজারে দামও ভাল রয়েছে।’

হিলি/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়