ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহ বাউল সমিতির নতুন কার্যকরী কমিটি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহ বাউল সমিতির নতুন কার্যকরী কমিটি

মানব কল্যাণ এবং লোক সংস্কৃতির বিকাশ সাধনের ব্রত নিয়ে ১৯৮০ সালে ময়মনসিংহ বাউল সমিতি প্রতিষ্ঠিত হয়। চল্লিশ বছর ধরে সংশ্লিষ্ট বাউল ও লোক শিল্পীদের কল্যাণমূলক কাজে নিয়োজিত আছে প্রতিষ্ঠানটি। 

ময়মনসিংহ শহরের থানার ঘাট সৈয়দ কালু শাহ মাজার প্রাঙ্গণে গত ১৩ আগস্ট সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভায় সভাপতি পদে বাউল সুনীল কর্মকার, সাধারণ সম্পাদক পদে লোকসংস্কৃতি সংগ্রাহক রেজাউল করিম আসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ঢোল বাদক রাজকুমার দাসসহ ১৭ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অনান্যরা হলেন- সহ-সভাপতি পদে দিল দেওয়ান বোস্তাম, বাউল মিলন সরকার ও বাউল রফিক, সহ-সাধারণ সম্পাদক কাজল দেওয়ান ও বাউল গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ বাউল জেসমিন সরকার, দপ্তর সম্পাদক বাউল রুমা সরকার, প্রচার সম্পাদক আব্দুল কাদির ও আল মিজান, কার্যকরী সদস‌্য বাউল আব্দুল মান্নান, বাউল আহমদ আলী, বাউল আব্দুল মজিদ আকন্দ ও বাউল মনির হোসেন।

প্রয়াত বাউল দুলাল সরকারের ওপর শোক জ্ঞাপন করে সভার কার্যক্রম শুরু করা হয়। বাউল আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় করোনা কালীন শিল্পীদের করনীয় এবং বাউল গানের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে আলোচনা করা হয়। 

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

ঢাকা/সাজেদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়