RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

শোক দিবসে শাপলা রোপন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শোক দিবসে শাপলা রোপন

কলেজ ক্যাম্পাসে জাতীয় ফুল শাপলা রোপন করে ভিন্ন আমেজে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে।

শনিবার দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে কলেজের ডিগ্রি শাখার ক্যাম্পাসে অবস্থিত লেকে সাদা শাপলা গাছ রোপন করেন অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়া।

এ সময় অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘২৭ হাজার শিক্ষার্থীর এই ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসের লেকে প্রতি বছর নীলপদ্ম ফুটে। ফুলের সৌন্দর্য শিক্ষক-শিক্ষার্থীদের মনে প্রশান্তি এনে দেয়।

তিনি বলেন, ‘ক্যাম্পাসের লেকে জাতীয় ফুল সাদা শাপলা ফুটলে শুধু সৌন্দর্য আর প্রশান্তিই আনবে না, এ থেকে তরুণ জাতীয় ফুলের প্রতি প্রজন্মের ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই ভালোবাসা, তরুণদের স্বদেশ প্রেমেও উদ্বুদ্ধ করবে।’ 

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, মোহাম্মদ শাহজাহানসহ শিক্ষক পরিষদের অন্যান্যরা।

ইমরুল/সাজেদ 

সর্বশেষ

পাঠকপ্রিয়