ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পঞ্চগড়ে কিশোর বলাৎকার, আসামি গ্রেপ্তার 

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে কিশোর বলাৎকার, আসামি গ্রেপ্তার 

পঞ্চগড়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের ঘটনায় দুলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার দুপুরে জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন একটি লেদার ওয়ার্কশপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুলাল হোসেনের বাড়ি ঠাকুরেগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দুলাল হোসেন জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন ওই লেদার ওয়ার্কশপে কাজ করেন। গত সোমবার (১৬ আগস্ট) রাতে ওই কিশোরের সঙ্গে দুলাল হোসেনের পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় তিনি কিশোরকে তার ওয়ার্কশপে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে দুলাল তাকে জোর করে বলাৎকার করে।

এঘটনায় বুধবার সকালে ওই শিশুর দূরসম্পর্কের এক মামা লেদার ওয়ার্কশপের সত্বাধিকারী আনোয়ার হোসেনসহ স্থানীয় অনেককে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানাজানি হওয়ায় ক্ষুব্ধ হয়ে দুলাল হোসেন ওই কিশোরকে মারপিট করেন। পরে ওই কিশোর সেখান থেকে পালিয়ে এসে পঞ্চগড় সদর থানায় ঘটনাটি খুলে বলে। পরে বলাৎকারের অভিযোগে পঞ্চগড় থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে দুলাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর দুলালকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আবু নাঈম/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়