ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গোপসাগরে জাহাজ মেরামতে গিয়ে বোট ডুবি, নিখোঁজ ২

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বঙ্গোপসাগরে জাহাজ মেরামতে গিয়ে বোট ডুবি, নিখোঁজ ২

যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে বিকল হয়েপড়া পণ্যবাহী লাইটার জাহাজ মেরামত করতে গিয়ে একটি ট্যাগবোট ডুবে গেছে। এতে ওই ট্যাগবোটে থাকা দুই নাবিক নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে হাতিয়ার ভাসানচরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কোস্টগার্ডের সহায়তায় অপর একটি ট্যাগবোট উদ্ধার কাজ পরিচালনা করছে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম বন্দর থেকে ছয় নাবিকসহ লাবনী পাওয়ার-৩ নামে একটি ট্যাগবোট হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া পণ্যবাহী লাইটার জাহাজ মেরামত করতে যায়। রাত ২টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্যাগবোটটি ডুবে যায়। বোটের চার নাবিক সাগরে মাছধরা জেলেদের সহায়তায় উদ্ধার হলেও দুই নাবিক নিখোঁজ হয়। 

তিনি জানান, খবর পাওয়ার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে কোস্টগার্ডের সহায়তায় লাবনী পাওয়ার-০ নামে অপর একটি ট্যাগবোট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।

সুজন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়