ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত 

ঝালকাঠিতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৩০ গ্রামের মানুষ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে । সুগন্ধা ও বিষখালী নদীতে প্রায় তিন ফুট পানি বেড়েছ। ফলে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে পানি ঢুকেছে। পানিতে মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে ফসলি জমি।

সুগন্ধানদী তীরবর্তী নলছিটি উপজেলার সরই গ্রামের কৃষক সালাম হোসেন বলেন, ‘বৃষ্টি হচ্ছে। আবার জোয়ারের পানিতে আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। শাক-সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খুব বিপদে আছি।’

বিষখালীনদী তীরবর্তী বড়ইয়া গ্রামের রাসেল হোসেন বলেন, ‘জোয়ারের পানি ঘরে ঢুকে পড়েছে। এছাড়া রাস্তা-ঘাট তলিয়ে যাওয়া চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।’

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, ‘যে পরিমাণ পানি উঠেছে দুই এক দিনের মধ্যে নেমে গেলে কৃষকের তেমন ক্ষতি হবে না। তারপরেও কৃষি বিভাগ কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।’

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) দিপক রঞ্জন দাস  জানান, ঝালকাঠির প্রধান দু’টি নদী সুগন্ধা ও বিষখালীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। 

অলোক সাহা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়