ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব‌্যাহত 

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব‌্যাহত 

তীব্র স্রোতে ব‌্যাহত হচ্ছে ফেরি চলাচল

বৈরি আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রযেছে। ব‌্যাহত হচ্ছে ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, এ রুটে ১৬টি ফেরির মধ্যে ৮টি চলাচল করছে। এতে গাদাগাদি করে যাত্রীরা পার হচ্ছেন। ফেরি চলাচল ব‌্যাহত হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ‘পদ্মায় তীব্র স্রোত রয়েছে। এছাড়া, পদ্মা সেতুর পূর্ব পাশে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ রুটে ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে।’

বেলাল রিজভী/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়