ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাতিবান্ধায় সংঘর্ষে একজনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ২২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাতিবান্ধায় সংঘর্ষে একজনের মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সীমান্ত লাগোয়া উত্তর জাওরাণী গ্রামে ১০ হাজার টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে জুয়েল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

জুয়েল উত্তর জাউরাণী গ্রামেরই আব্দুল খালেকের ছেলে। সে জউরাণী মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়তো।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাতিবান্ধা থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।ওই গ্রামের আব্দুর রহীম (৫৫) ও তার ছেলে জাহাঙ্গীর (২৫) কে আটক করা হয়েছে।শনিবার তাদের আদালতে তোলা হবে বলেও জানান ওসি।

ওসি জানান, বুধবার (১৯ আগস্ট) রহিম ও তার ছেলে জাহাঙ্গীরের সাথে ১০ হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে জুয়েলের সংঘর্ষ হয়।সংঘর্ষের পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।

স্থানীয়রা বলছেন, সীমান্তে গরু কেনাবেচার লেনদেন নিয়ে এই সংঘর্ষ। তবে পুলিশ এ তথ্য নিশ্চিত করেনি।

ফারুক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়