ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার মধ‌্যেও কাপ্তাইয়ে ৪ দিনের জমজমাট অভিনয় কর্মশালা শুরু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার মধ‌্যেও কাপ্তাইয়ে ৪ দিনের জমজমাট অভিনয় কর্মশালা শুরু

করোনার মধ‌্যে যেখানে সারাদেশে সংস্কৃতি অঙ্গন কেবল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে, তখন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় শিল্পকলা একাডেমির আয়োজনে ব‌্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ‌্য দিয়ে শুরু হলো দিন ব্যাপী অভিনয় কর্মশালা।

শনিবার (২২ আগস্ট) অভিনয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

এইসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন কাপ্তাই উপজেলার বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব জন অশৌক বাড়ৈ ও ইসমাইল ফরিদ।

এই সময় কাপ্তাই থানার উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক মংসুপ্র মারমা, বিপুল বড়ুয়া, প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক নাট্য নির্দেশক শহীদুল ইসলাম অলি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সীম বড়ুয়া, কাপ্তাই স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই শিল্পকলা একাডেমির  সদস্য আনিসুর রহমান, সদস্য সূপর্না বাড়ৈ, কাঞ্চন বাড়ৈ, থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন, শিল্পকলার সদস্য  বাবলু বিশ্বাস অমিত, মো. কবির হোসেন, এনি বড়ুয়া, অভিজিত সরকার, জ্যাকলিন তনচংগ্যা,  অর্ণব মল্লিক, বসুদেব মল্লিক, ইমরান হোসেন, দীপু মল্লিক, লিপি দাশ, আঁখি রাখাইন, অনিন্দ্য পালসহ শিল্পকলার সকল সদস্যরা উপস্হিত ছিলেন।

চার দিন ব্যাপী অভিনয় কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ের নাটক বিভাগের সাবেক শিক্ষার্থী শহীদুল ইসলাম অলি।

শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া কর্মশালা মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রতিদিন বিকেল ৩.৩০ থেকে ৬.০০ পর্যন্ত কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পকলার সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

বিজয় ধর/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়