ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৈয়দপুরে ২৬ টন পলিথিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সৈয়দপুরে ২৬ টন পলিথিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

নীলফামারীতে ২৬ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২৬ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী শহরের বিচালীহাটির কয়েকটি গুদামে অভিযান চালান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। অভিযানকালে তিনটি গুদামে ২৬ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিন ব‌্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ওই তিন ব‌্যবসায়ী হলেন—সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার শেখ হাবিবুল্লাহর ছেলে শেখ আজহারুল্লাহ (২৮), বাঁশবাড়ির আলীম আহমেদের ছেলে মো. নাসির উদ্দিন (৬০) ও ইসলামবাগ এলাকার ওমর আলীর ছেলে  মো. আবুবকর সিদ্দিক (৩৪)।

রংপুর র‌্যাব-১৩ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন সঙ্গে ছিলেন।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, পলিথিন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।       

 

সিথুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়