ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। 

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মোবাইল ফোনে খবর পেয়ে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে মেয়ে ও মেয়ের বাবাকে আটক করে উপজেলায় নেওয়া হয়। 

পরে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল জানান, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবা রায়হান প্রাংকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

আরিফুল ইসলাম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়