ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কালকিনিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১৫:৫৪, ২৬ আগস্ট ২০২০
কালকিনিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

রাস্তায় চলাচলের দুর্ভোগের প্রতিবাদ জানাতে মাদারীপুরের কালকিনির পূর্ব কয়ারিয়া গ্রামবাসী রাস্তায় ধান রোপণ করেছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, কয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্বকয়ারিয়া গ্রামের চৌধুরীহাট থেকে সিরাজ সরদারের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে কোনো সংস্কার হয় না। বর্ষাকালে এ রাস্তার হাঁটু সমান কাদা ঠেলে চলাচল করতে হয়। নারী-শিশু এবং রোগীদের চলাচলে কষ্টে সীমা থাকে না। 

এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি। প্রতিবাদের নীরব ভাষা হিসেবে এবার তাই সড়কে ধান রোপণ করেছে এলাকাবাসী। 

ওই গ্রামের সিরাজ সরদার বলেন, ‘দেশের সব জায়গায় উন্নয়ন হলেও আমাদের গ্রামের একমাত্র প্রধান রাস্তাটির উন্নয়ন হয় না। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বলে আমাদের জীবন মানেরও উন্নতি হয় না। গ্রামের রাস্তা খারাপ, তাই আমাদের গ্রামের ছেলে-মেয়েদের সহজে বিয়ে হয় না।’

কয়ারিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নূরমোহাম্মদ মোল্লা বলেন, ‘রাস্তার সংষ্কারের জন‌্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কালকিনি উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘রাস্তাটির উন্নয়নে চেষ্টা করছি। শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।’

বেলাল রিজভী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়