ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১৯:২৭, ২৬ আগস্ট ২০২০
চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির কর্মকর্তা বরখাস্ত

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল তাকে সাময়িক বরখাস্তের তথ্য জানান।

বেরোবি সূত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার রিয়াজুল ইসলাকে ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করেছেন রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালত। আদালত সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেরোবি কর্মকর্তা রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন এবং তার দেওয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। এই পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুল ইসলামকে অর্থদণ্ড ও কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করেন আদালত।

নজরুল মৃধা/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়