ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনামুক্ত হলেন ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০১:০৮, ২৮ আগস্ট ২০২০
করোনামুক্ত হলেন ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল

মোহাম্মদ আফজাল

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল (৮৫) করোনাভাইরাস মুক্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তিনি করোনাহাসপাতাল থেকে রংপুর শহরের মুন্সিপাড়ার নিজ বাড়িতে ফিরেছেন। চিকিৎসক তাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। 

গত ৬ আগস্ট স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ আফজাল। এরপর ৭ আগস্ট তাকে নগরীর ধাপ এলাকার গুড হেলথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে করোনার উপসর্গ দেখা দিলে গত ১৩ আগস্ট নমুনা পরীক্ষায় পজিটিভি রিপোর্ট আসে। 

মোহাম্মদ আফজালের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও সেবায় সুস্থ হয়ে ওঠেন মোহাম্মদ আফজাল। তাকে ছাড়পত্র দিলে তিনি বাড়ি ফেরেন।

করোনা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিফাত মাহমুদ বলেন, তিনি এই বৃদ্ধ বয়সেও করোনামুক্ত হয়েছেন, এটা ভালো খবর। তাকে এক মাস বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি বার্ধক্যজনিত নানা রোগও ভুগছেন।  


 

নজরুল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়