ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশের ফায়ার স্টেশনগুলো যেকোন আগুন নির্বাপণ করতে সক্ষম’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১১:৩৭, ২৮ আগস্ট ২০২০
‘দেশের ফায়ার স্টেশনগুলো যেকোন আগুন নির্বাপণ করতে সক্ষম’

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মেজারেল মো. সাজ্জাদ হুসাইন বলেছেন, দেশের ফায়ার স্টেশনগুলো আগুন নির্বাপণে যথেষ্ট কার্যকরী। স্টেশনগুলো যেকোন ধরনের আগুন নির্বাপণ করতে সক্ষম।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে ভূমিধসে উদ্ধার অভিযানের বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সার্ভে করে ফায়ার প্লান্ট তৈরি করা হয়েছে। ক্যাম্পের কোথায় কি ধরনের ইকুইপমেন্ট থাকতে হবে তার সার্ভিকভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ক্যাম্পের জন্য ডেডিকেটেড ফায়ার ইকুইপমেন্ট ইতোমধ্যে পৌঁছে দেয়া হয়েছে। এতে ফায়ার স্টেশনগুলোর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ‌্য, ভূমিধসের মতো প্রাকৃতিক দূর্যোগে ঊদ্ধার অভিযান চালাতে সক্ষমতা বাড়ানোর জন‌্য বাংলাদেশ ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শুক্রবার বিশেষ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে উদ্ধার অভিযানের সফলভাবে সম্পন্ন করার নানা কৌশল অবলম্বন করছেন উদ্ধারকারীরা।

রুবেল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়