ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে নৌ সচিব

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১২:৪৪, ২৯ আগস্ট ২০২০
বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে নৌ সচিব

ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের জন্য নির্ধারণ করা স্থানের জমি অধিগ্রহণ ও বন্দর অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে সচিব বিলোনিয়া স্থলবন্দর নৌপরিবহন সচিব বন্দরের অবকাঠামো নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) শাখার কর্মকর্তারা  জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ কাজের বিষয়ে  অবগত করেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহেদুজ্জমান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার, সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওকত হোসেন, উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন মোসা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌরভ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়