ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশালে ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০১:০২, ৩০ আগস্ট ২০২০
বরিশালে ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে অভিযান চালিয়ে মাটি খুড়ে পাঁচটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।

দিনভর অভিযানে উদ্ধার হওয়া লাল টেপ পেচানো ককটেলগুলো বিকেলে নিষ্ক্রিয় করা হয়। 

গৌরনদী উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খাঞ্জাপুর গ্রামের স্থানীয় লোকজন  বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় অবহিত করেন, ওই গ্রামের হাচেন আলী মৃধার পুত্র সোবাহান মৃধার বসত ঘরের পূর্বপাশের টয়লেট সংলগ্ন মাটির নিচে বোমা পুঁতে মজুদ রাখা হয়েছে। 

এ খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খোড়ার আলামত দেখতে পায়। 

পরবর্তীতে ওই স্থানটিকে লাল ফিতা দিয়ে বেড়া দিয়ে পাহাড়া বসিয়ে নজরদারিতে রাখা হয়। 

পরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ান বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল অভিযান পরিচালনা করেন। 

এ সময় লাল টেপ মোড়ানো পাঁচটি জর্দার কৌটা পাওয়া গেছে, যার মধ্যে সালফার ও ঝাকি জালের ব্যবহৃত লোহার কাঠি ছিল। 

বিকেল তিনটায় দলের প্রধান ক্যাপ্টেন শাতিল আহম্মেদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

জে. খান স্বপন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়