ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লাউয়ের জাংলায় হাসছে সাজুর স্বপ্ন

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ১২:০৩, ৩০ আগস্ট ২০২০
লাউয়ের জাংলায় হাসছে সাজুর স্বপ্ন

লাউ গাছে পোকানাশক ওষুধ দিচ্ছেন সাজু

খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। এ জেলার প্রতিটি উপজেলায় সারা বছর কম-বেশি নানা রকম সবজি চাষ করেন কৃষকরা। এমনই এক কৃষক ঘোড়াঘাট উপজেলার পাঠশাও গ্রামের সাজু মিয়া। তিনি এবার তিন বিঘা জমিতে লাউ চাষ করছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আগামী ৬ মাসে দেড় লাখ টাকার লাউ বিক্রির আশা করছেন সাজু মিয়া। লাউয়ের জাংলায় হাসছে সাজু মিয়ার স্বপ্ন।

হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে উসমানপুরের পাঠশাও এলাকায় তিন বিঘা জমিতে প্রায় ৬০০ বাঁশের খুঁটিতে লাইলন সুতা আর জিআই তার দিয়ে জাংলা তৈরি করা হয়েছে। ওই ক্ষেতে আছে ৬০০ লাউয়ের গাছ। ইউরিয়া, পটাশ ও জৈব সার দিয়ে জমি তৈরি করা হয়েছে। বীজ বপনের দুই মাসের মধ্যে লাতা-পাতা আর ফুলে-ফলে জাংলা ভরে উঠেছে। আগামী এক সপ্তাহের মধ্যে লাউ নামানো শুরু হবে। সপ্তাহে তিন বার জাংলা থেকে লাউ পাড়া যাবে। প্রতিবার ৮০০ থেকে ১ হাজার পিস লাউ পাওয়া যাবে। হিলি-ঘোড়াঘাট বাজারে এখন প্রতিটি লাউ ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাজু মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘আমার নিজস্ব জমি নেই। মানুষের জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছি। গতবার অন্য জায়গায় দুই বিঘা জমিতে লাউয়ের চাষ করেছিলাম। গতবার প্রায় ৪০ হাজার টাকা লাভ হয়েছিল। এবার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, আগামী ৬ মাসে দেড় লাখ টাকার লাউ বিক্রি করতে পারব।’

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ উদ্দিন সরকার বলেন, ‘এবার উপজেলায় ১০০ হেক্টর জমিতে লাউ চাষ হচ্ছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ২০ মণ লাউ উৎপাদন হয়ে থাকে। এবার লাউয়ের ভালো ফলন হয়েছে। আমরা প্রতিনিয়ত লাউয়ের ক্ষেত পরিদর্শন করছি এবং কৃষকদের পরামর্শ দিচ্ছি।’

হিলি (দিনাজপুর)/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়