ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ২৫২৬ 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ০৭:১৯, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ২৫২৬ 

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রন্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২৬ জনে।

সোমবার (৩০ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১২ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাকি ২ জনের মধ্যে হোসেনপুরে একজন ও কুলিয়ারচর উপজেলায় একজন রয়েছেন।

মোট আক্রান্তের মধ‌্যে কিশোরগঞ্জ সদরে ৮৫৮ জন, ভৈররে ৬০৭ জন, বাজিতপুরে ২০৭ জন, কটিয়াদীতে ১৪৮ জন, পাকুন্দিয়ায় ১৩৯ জন, করিমগঞ্জে ১৩২ জন, কুলিয়ারচরে ১২৩ জন, তাড়াইলে ১০৬ জন, হোসেনপুরে ৬৩ জন, নিকলীতে ৫১ জন, মিঠামইনে ৪২ জন, ইটনায় ৩৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৭ জন রয়েছেন। 
জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৫০ জন।


 

রুমন চক্রবর্তী/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়