ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা: পলক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৩১ আগস্ট ২০২০  
ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলার রহমত ইকবাল অনার্স কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা এখন বিশ্বের বিস্ময়। সব শ্রেণি পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করে আমরা বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে চাই। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সোনার বাংলার প্রযুক্তি নির্ভর আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।’ 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। 

আরিফুল ইসলাম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়