ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝিনাইদহে করোনায় আক্রান্ত বেড়ে ১৬৫২

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১ সেপ্টেম্বর ২০২০  
ঝিনাইদহে করোনায় আক্রান্ত বেড়ে ১৬৫২

ঝিনাইদহে আরও ২৮ জনের নভেল করেনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫২ জনে। 

জেলার ৭২টি নমুনা পরীক্ষায় ৪৪টির নেগেটিভ ও ২৮টির পজিটিভ রিপোর্ট এসেছে বলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ২৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, শৈলকূপায় চারজন, কালীগঞ্জে দুইজন, কোটচাঁদপুরে চারজন ও হরিণাকুণ্ড উপজেলায় একজন রয়েছে। 

আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৬৫২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। আর শৈলকূপা উপজেলায় চারজন, সদরে ১৫ জন, কোটচাঁদপুরে একজন, মহেশপুরে একজন ও কালীগঞ্জ উপজেলায় ছয়জনসহ মোট ২৭ জন করোনায় মারা গেছেন। 

রাজিব/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়