ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বান্দরবানে পাহাড় ধস: নিখোঁজ ১

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১ সেপ্টেম্বর ২০২০  
বান্দরবানে পাহাড় ধস: নিখোঁজ ১

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় ধসে রুবেল (২৫) নামের এক জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ইমংসিং মারমা (২৫) নামে এক ব‌্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়া পাড়া ইউনিয়নের মাগুর ছিড়ি পাহাড়ে বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ইউনিয়নটির কলার ঝিড়ি আব্বাস কারবাড়ি পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নে মঙ্গলবার দুপুর একটার দিকে চার জন বাঁশ কাটতে যান। আচমকা পাহাড় ধসে পড়লে মো. মিনার (৩০) ও মো. বেলাল (২৫) নিরাপদ জায়গায় সরে যায়। ইমংসিং মার্মা (২৫) মাটির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে এ ঘটনায় মো. রুবেল নামের একজন মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন। 

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে রওনা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৫টায়ও রুবেলের খোঁজ মেলেনি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরে বিস্তারিত জানানো হবে।’

বাসু দাশ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়