ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে সরকার’

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২০
‘যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে সরকার’

নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শিমুল বলেছেন, ‘‘বর্তমান সরকার অল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলপথের উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

এরমধ্যে নতুন রেলপথ স্থাপন, রেলপথের সম্প্রসারণ, রেল স্টেশনের উন্নয়ন, নতুন নতুন আন্তঃনগর ট্রেন চালু, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ই-টিকেট চালু অন্যতম। আগামী দিনগুলোতে রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করার জন্য গৃহীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রা আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেসযোগে ভ্রমণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

স্টেশন কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্ত্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজকোর্টের পিপি অ‌্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনার করেন নাটোর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম।

আরিফুল ইসলাম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়