ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় থানায় পুলিশের ওপর ‍যুবকের হামলা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১ সেপ্টেম্বর ২০২০  
ব্রাহ্মণবাড়িয়ায় থানায় পুলিশের ওপর ‍যুবকের হামলা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় থানা ভবন চত্বরে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে মোবাশ্বের (৩০) নামে এক যুবক। এতে থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। পুলিশ মোবাশ্বেরকে আটক করেছে। তার বাড়ি পৌর এলাকার উত্তর মৌড়াইল গ্রামে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের ধারালো ছুরি নিয়ে থানা চত্বরে পায়চারি করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা থানায় আসার কারণ জানতে চাইলে তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি হাতের দুই আঙ্গুলে আঘাত পেয়েছেন। কেন ওই যুবক এ ঘটনা ঘটিয়েছে, সেটি জানা যায়নি। 
তিনি বলেন, হামলাকারী মোবাশ্বেরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

মাইনুদ্দীন রুবেল/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়