ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ‌্যা বেড়ে ২০৮৭

নরসিংদী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২ সেপ্টেম্বর ২০২০  
নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ‌্যা বেড়ে ২০৮৭

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭ জনে।

বুধবার (০২ সেপ্টেম্ব) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত করোনা রোগীদের ২১ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকায় ৯ জন, শিবপুরে একজন, পলাশে ৪ জন, মনোহরদীতে ৬ জন ও বেলাব উপজেলা এলাকায় একজন আছেন।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৪ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ১০ হাজার ৫৯৪টি নমুনার। প্রাপ্ত নমুনার মধ্যে মোট দুই হাজার ৮৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২২২ জন, শিবপুরে ২১০ জন,পলাশে ২১৭ জন, মনোহরদীতে ১৫২ জন, বেলাবোতে ১৩৮ জন ও রায়পুরা উপজেলা এলাকায় ১৪৮ জন রোগী আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ২১৯ জন এবং হাসপাতালে আইসোলেশনে আছেন ১২ জন।

এ পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে সদর উপজেলায় সদর ১০৯১ জন, শিবপুরে ১৮৩ জন, পলাশে ১৫৬ জন, মনোহরদীতে ১২৭ জন, বেলাবে ১১৮ জন ও রায়পুরা উপজেরায় ১৩৯ জন রয়েছেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৬ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে একজন করোনায় মারা গেছেন।

মাহমুদ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়